April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ইতালিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪৭

বিদেশ ডেস্ক : ইতালির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সেখানে মৃতের সংখ্যা বেড়ে ২৪৭ জনে দাঁড়িয়েছে। জীবিতদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ভয়াবহ এ ঘটনায় পার্বত্য এলাকার অনেক গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বুধবারের এ ভূমিকম্পে আরো ৩৬৮ জন আহত হয়েছে। এদের অনেকের অবস্থা আশংকাজনক। এছাড়া আরো বহু লোক ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
জরুরি বিভাগের অনেক কর্মী ও স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তুপের মধ্য থেকে জীবিত লোকদের উদ্ধারে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান ফাব্রিজিও কুরসিও সরকারি সম্প্রচার কেন্দ্র রাইকে বলেন, রাত নেমে আসায় উদ্ধার তৎপরতা কিছুটা মন্থর হয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ২৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কত লোক নিখোঁজ রয়েছে সেব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
এর আগে ইতালির প্রধানমন্ত্রী ভূমিকম্পে কমপক্ষে ১২০ জনের প্রাণহানির কথা জানিয়েছিলেন। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আমাত্রিস সফরের পর তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘এ সংখ্যা চূড়ান্ত নয়। এটি আরো বাড়তে পারে।’

Print Friendly, PDF & Email