May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বাবা-মায়ের পর ক্যাটরিনা ছিল সবচেয়ে প্রেরণাদায়ী: রণবীর

ডেস্ক: একসময় মহাতারকা হিসেবে মনে করা হতো রণবীর কাপুরকে। কিন্তু কয়েক বছর পার হওয়ার এখন রণবীর কাপুরের ব্যক্তিগত ও চলচ্চিত্র জীবন বেশ সংকটে।
বহুল আলোচিত প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের কথা বাদ দিলেও রণবীরের চলচ্চিত্র বাণিজ্যিক ও সমালোচকদের মন জয় করতে ব্যর্থ হচ্ছিলো। রণবীরের সর্বশেষ বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র আয়ান মুখার্জির ‘ইয়ে জাওয়ানি হ্যা দিওয়ানি’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের মে মাসে।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে ছবির ব্যর্থতা নিয়ে কথা বলেছেন এ তারকা অভিনেতা।
সাক্ষাৎকারে ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের বিষয়ে রণবীর বলেন, ‘বিচ্ছেদের বিষয়ে যা লেখালেখি হয়েছে তার বেশিরভাগই বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে। এমনকি আমি বলিওনি যে, বিচ্ছেদ হয়েছে। এটা নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয়নি। ব্যক্তিজীবন আমার কাছে খুব প্রিয়। ক্যাটরিনার সঙ্গে আমার যে সম্পর্ক, ছিল বা যাচ্ছে, তা আমার কাছে গুরুত্বপূর্ণ। এটা (বিচ্ছেদ) আমাকে আহত করেছে, ভীষণভাবে। বাবা-মায়ের পর ক্যাটরিনাই ছিল আমার জীবনের সবচেয়ে প্রেরণাদায়ী মানুষ।’
রণবীর জানান, তাদের সম্পর্কে ভাঙন শুরু হয় বেশ কিছু ভিত্তিহীন খবর ও গুজবের কারণে। ভাঙনের পরও দুজনে ‘জাগ্গা জাসুস’ ছবিতে অভিনয় করছেন। যদিও রণবীরের দাবি, একে অপরের বিপরীতে অভিনয়ে ক্ষেত্রে তাদের কোনও সমস্যা নেই।
তিনি বলেন, ‘এখানে বিব্রত হওয়ার মতো কিছু নেই। সর্বোপরি এটা আনন্দের। আমরা অভিনেতা। অভিনয়ে ব্যক্তিগত জীবন ও আবেগকে জড়িত করা যায় না। আমরা সেটে আসি, নিজেদের চরিত্রে প্রবেশ করি, সে অনুযায়ী আবেগ নিয়ে আসি।’
টানা বক্স অফিসে ব্যর্থতা সম্পর্কেও ব্যাখ্যা দেন রণবীর। বাণিজ্যিকভাবে সফল না হওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- বেশরম (২০১৩), রয় (২০১৫), বোম্বে ভেলভেট (২০১৫) ও তামাশা (২০১৫)। তিনি বলেন, ‘আমি অভিনয় জীবনের এমন একটি পর্যায়ে রয়েছি যেখান আমার পরিবর্তন শুরু হবে। আমার ছবিগুলোও বদলে যাবে। কৌশল আমার ম্যাজিক ব্যাগে আছে… আমাকে গুরুত্বহীন হয়ে যেতে হবে। এটার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। আমি যে তারকা ছিলাম তা আর কাজ করছে না।’
সূত্র: হাফিংটন পোস্ট।

Print Friendly, PDF & Email