May 17, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

১ নভেম্বরমেট্রোরেল নির্মাণ শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (মেট্রোরেল) অবকাঠামো নির্মাণ আগামী ০১ নভেম্বর থেকে শুরু হয়ে ২০১৮ সালের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিনিয়োগকারী থাই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট আমাকে এ সময়ের মধ্যে প্রকল্প শেষ করবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল দশটায় সেতু ভবনে এ প্রকল্পের এক বৈঠক থেকে বেরিয়ে মন্ত্রী একথা বলেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দায়িত্বে থাকা থাইল্যান্ডের প্রতিষ্ঠান ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, প্রকল্পটি ৩ ধাপে শেষ হবে। প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত ৭.৪৫ কিলোমিটার, দ্বিতীয় পর্যায়ে বনানী থেকে মগবাজার পর্যন্ত ৫.৮৫ কিলোমিটার এবং শেষ পর্যায়ে মগবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৬.৪৩ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করা হবে।
আর ইতোমধ্যে এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ৩২৮টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।

Print Friendly, PDF & Email