April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীর অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে থাকা সব অনুমোদনহীন পোস্টার, ব্যানার, তোরণ  আগামী ২২ আগস্টের মধ্যে অপসারণের জন্য ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে দেয়াল লিখনও মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এ নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।
বিচারপতি মো. রেজাউল হক ও মুহম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের এই অনুলিপি প্রকাশিত হয়েছে।
আদালতের নির্দেশ বাস্তবায়ন করে ২২ আগস্ট সিটি করপোরেশনকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০১২ সালের ১৮ মার্চ হাইকোর্টে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অনুমোদনহীন পোস্টার, ব্যানার, তোরণ অপসারণের নির্দেশ দেন।
গত ১৪ জুলাই মামলাটি পুনরায় শুনানির জন্য আসলে বেলার আইনজীবী মিনহাজুল হক বর্তমানে রাজধানীতে থাকা পোস্টার, ব্যানার, তোরণ অপসারণের নির্দেশনা চান।
শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন। সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন মো. শাহজাহান।

Print Friendly, PDF & Email