April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নিরাপত্তা নিয়ে ‘সন্তুষ্ট’ ইংল্যান্ড পরিদর্শক দল

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশে সফররত ইংল্যান্ডের পরিদর্শক দল বৃহস্পতিবার মিরপুরে বিসিবি ও শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে। বিভিন্ন দিক ঘুরে দেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রতিনিধি দলের সদস্য ও ইসিবির ক্রিকেট অপারেশান্সের পরিচালক জন কার।

বিসিবি ও মিরপুরের মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকে কার বলেন, ‘আমরা জানি বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ আয়োজনের যথেষ্ট সক্ষমতা রয়েছে। বর্তমানের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও এখনো পর্যন্ত আমরা সন্তুষ্ট। সরকার ও বিসিবিকে এদিক থেকে দায়িত্বশীল মনে হয়েছে। তবে সর্বশেষ সিদ্ধান্ত জানাতে পারব না। দেশে ফিরে প্রতিবেদন জমা দেব। মূল সিদ্ধান্ত বোর্ডই নেবে।’

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধি দল দুপুর আড়াইটার দিকে মিরপুর ত্যাগ করে। বিকেলে সচিবালয়ে বৈঠকে বসার কথা রয়েছে তাদের। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলবেন তিনি সদস্য বিশিষ্ট দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায়ই চট্টগ্রামে রওনা দেবেন তারা। শুক্রবার পরিদর্শন করবেন দ্বিতীয় টেস্টের সম্ভাব্য ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

Print Friendly, PDF & Email