May 17, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হিরণ পয়েন্টে ট্রলারডুবি: ৫ মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্টে ভারতীয় ফিশিং ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১৭ জনের মধ্যে দুইজনকে জীবিত ও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে লাশগুলো উদ্ধার করা হয়।

নিখোঁজদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড যৌথভাবে আজ সকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে।

শনিবার বিকেলের দিকে সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা রাহি আল মামুন জানান, শনিবার বিকেলে বঙ্গবন্ধুর চর এলাকায় ভারতীয় একটি ট্রলার ডুবে যায়। এতে ১৭ জন জেলে নিখোঁজ হন। খবর পেয়ে রাতেই জেলেদের উদ্ধারে অভিযান শুরু করলেও বৈরী আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়। রোববার সকালে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে।

Print Friendly, PDF & Email