April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শতবর্ষী পুকুর সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

আদালত প্রতিবেদক : চট্টগ্রামের কক্সবাজার এলাকায় শতবর্ষী মুন্সী পুকুর সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পুকুরটির ভেতরে কোনো অংশ ভরাট, বন্ধ ও কোনো স্থাপনা থাকলে তা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন আদালত।

মানবাধিকার সংগঠনের করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন।

আদালতে আবেদেনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ ও অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটির চেয়্যারম্যান, পরিবেশ অধিদফতরের পরিচালককে এই রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মুন্সী পুকুর দখল ও মাটি ভরাট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মঞ্জিল মোরশেদ। রিটের শুনানি শেষে আদালত এই রায় দেন।

Print Friendly, PDF & Email