May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

খাগড়াছড়িতে ‘ইউপিডিএফ আস্তানায়’ সেনা অভিযান, আটক ৪

খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় ‘ইউপিডিএফ আস্তানায়’ অভিযান চালিয়ে একটি এসএমজি ও চার রাউন্ড গুলিসহ চারজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।

লক্ষ্মীছড়ির দুর্গম সবুরপাড়ায় বুধবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে দাবি করেছে সেনাবাহিনী।

আটকরা হলেন-নির্মল চাকমা (১৮), শিমুল চাকমা (১৮), সুকুমার চাকমা (৪৫) ও সুমন চাকমা (২২)।

লক্ষ্মীছড়ি জোনের জিটু-আই ক্যাপ্টেন এসএম জাওয়াদ মাশকুর নাঈম জানান, লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল নুরুল আমিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টা থেকে লক্ষ্মীছড়ির দুর্গম সবুরপাড়ায় সেনাবাহিনী অভিযান শুরু করে। পরে বুধবার ভোর ৫টার দিকে সেনাবাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান শুরু করলে সন্ত্রাসীরা পাল্টা হামলার চেষ্টা চালায়। এ সময় একটি এসএমজি, চার রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, বিকাশ এ্যাকাউন্টের বিপুল সংখ্যক সিম ও ইউপিডিএফ’র চাঁদার রশিদ উদ্ধার করা হয়। আটকদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে আটকরা তাদের কর্মী নয় বলে দাবি করেছে ইউপিডিএফ। এ ঘটনা সাজানো বলেও দাবি ইউপিডিএফ’র।

Print Friendly, PDF & Email