May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পুলিশের অভাবে উচ্ছেদ অভিযান চালাতে পারেনি রাজউক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আবাসিক এলাকাগুলোতে অনাবাসিক স্থাপনা উচ্ছেদে অভিযান চালানোর কথা থাকলেও পুলিশের অভাবে তা করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রোববার ধানমন্ডি ও উত্তরায় আবাসিক এলাকার অনাবাসিক স্থাপনা উচ্ছেদের ঘোষণা এক সপ্তাহ আগেই দিয়েছিল রাজউক।
২৪ জুলাই ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন। অভিযানের বিষয়ে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘পুলিশ পাওয়া যায়নি, তাই আমরা অভিযান চালাতে পারিনি। রোববার সকাল থেকে পুলিশের জন্য অপেক্ষা করছিলাম। আমরা অভিযানে যাওয়ার জন্য সব বিষয়ে প্রস্তুত আছি। আগামীকাল ২৫ জুলাই অভিযানে যাব। সমস্ত অভিযানে কোন দিন পুলিশ পাওয়া যাবে সে বিষয়ে নিশ্চিত করা হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।’
কেন পুলিশ পাওয়া যায়নি তা বলেননি মো. নাসির উদ্দিন।
অন্যদিকে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা আবাসিক এলাকায় আগামীকাল ২৫ জুলাই অনাবাসিক স্থাপনা উচ্ছেদের কথা রয়েছে।

ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান।
২৫ জুলাইয়ের অভিযান প্রসঙ্গে খন্দকার অলিউর রহমান বলেন, ‘পুলিশ পেলে আগামীকাল অভিযান চালানো হবে।’
এর আগে রাজউক থেকে জানানো হয়েছে, প্রায় ১ হাজার ৬০০ অনাবাসিক স্থাপনা উচ্ছেদের তালিকা করা হয়েছে।
আবাসিক এলাকা থেকে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে।
২০১৫ সালের নভেম্বরে এ ধরনের স্থাপনা উচ্ছেদে একটি টাস্কফোর্স গঠিত হয়। টাস্কফোর্সের আওতায় এর আগে কিছু উচ্ছেদ কার্যক্রম চললেও এখন পুরোদমে উচ্ছেদ অভিযান শুরু করছে রাজউক।

Print Friendly, PDF & Email