May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আগামী সপ্তাহে মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈিতক প্রতিবেদক : চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর (প্রথমার্ধ) মেয়াদের মুদ্রানীতি আগামী সপ্তাহে ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল এ কথা জানান।

তিনি জানান, ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এটি ঘোষণা করা হবে।

বিরূপাক্ষ পালন বলেন, জাতীয় বাজেটের সঙ্গে সমন্বয় রেখে মুদ্রানীতি প্রনয়ণ করা হচ্ছে। এবারের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বেসরকারি ঋণের প্রবাহ বাড়ানো এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত ২০১৫-১৬ অর্থবছরের জানুয়ারি-জুন মুদ্রানীতিতে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ থেকে ৬ দশমিক ৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ প্রক্ষেপণ করেছিল বাংলাদেশ ব্যাংক।

Print Friendly, PDF & Email