May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে বন্ধুত্ব করতে চাই না: ওবায়দুল

সাভার প্রতিনিধি : দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে এমন কোনও সিদ্ধান্ত সরকার নেবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে এমন কারও সঙ্গে আমরা বন্ধুত্ব করতে চাই না।’
বুধবার দুপুরে আশুলিয়ার বাইপাইলে বিআরটিএর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
সাম্প্রতিক জঙ্গি হামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে এরই মধ্যে এফবিআইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারব-এমনটি ভাবছি না। পরস্পরের সহযোগিতা এখন জরুরি হয়ে পড়েছে।’
তিনি বলেন, ‘ট্র্যাকিং ডিভাইস ব্যবহারে যুক্তরাষ্ট্র আমাদের চেয়ে অনেক উন্নত। যেসব বিষয়ে আমাদের অভিজ্ঞতা কম এবং টেকনিক্যাল সাপোর্টের অভাব রয়েছে, সেসব বিষয়ে শুধু যুক্তরাষ্ট্র নয়, উন্নত সব দেশ থেকেই সহায়তা নেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিবাদ বাংলাদেশের একার সমস্যা নয়, এটা আন্তর্জাতিক সমস্যা। এই সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিকভাবে পারস্পারিক তথ্য, টেকনিক্যাল সহযোগিতা আদান-প্রদান হতেই পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কি কি বিষয় আদান প্রদান হতে পারেতা নিয়ে আলোচনা হয়েছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশের সবাইকে জঙ্গি দমনে সহায়তার জন্য সামাজিক আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
যারা মহাসড়কের পাশে ময়লা ফেলবে সেইসব ময়লা মহাসড়ক থেকে উঠিয়ে তাদের বাড়িতে ফেলার নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email