May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নিজামী ও মুজাহিদের বরাদ্দ দেওয়া প্লট বাতিল

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী হিসেবে যে সব প্লট বরাদ্দ দিয়েছিলেন তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে তারা দুজন (নিজামী ও মুজাহিদ) যে সব প্লট বরাদ্দ দিয়েছিল, তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ওসব প্লটে ভবন তৈরির জন্য কোনো ডেভেলপার কোম্পানির সঙ্গে কারো চুক্তি হলে কোম্পানির অংশ ঠিক রাখা হবে। তবে প্লট যাদের বরাদ্দ দেওয়া হয়েছিল, তাদের অংশ সরকার বুঝে নেবে। পরবর্তীতে ডেভেলপার কোম্পানির সঙ্গে আলোচনা করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’।
রাজউকের এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট গ্রহীতাদের জন্য স্বল্পসুদের ঋণ সুবিধা চালুর লক্ষ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজউক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email