May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিমি যানজট

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত দীর্ঘ ৬০ কি.মি জানজটের সৃষ্টি হয়েছে। সোমবার রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও উত্তরবঙ্গগামী গণপরিবহনের চাপ বেড়ে যাওয়া ও মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, উত্তরবঙ্গের ২৩টি জেলাসহ ২৬ জেলার গাড়ি চলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে। ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায়, রাত থেকে বৃষ্টি এবং মহাসকের বিভিন্ন পয়েন্টে গাড়ী বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। যানজটে ঘরমুখী যাত্রীদের মধ্যে নারী ও শিশুরা বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। যানজট নিরসনে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, কমিউনিটি পুলিশ ও রোভার স্কাউটের ৬ শতাধিক সদস্য যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘বেলা বাড়ার সাথে সাথে এ যানজট সহনীয় পর্যায়ে চলে আসবে।’

Print Friendly, PDF & Email