May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রবি ঠাকুরের ‘ঘরে বাইরে’

ডেস্ক :  রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘ঘরে বাইরে’ অবলম্বনে সত্যজিত রায়ে ওই নামেই অসাধারণ একটি ছবি নির্মাণ করেন ১৯৮৫ সালে। সত্যজিতের নিখুঁত পরিচালনা, সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিন — সব মিলিয়ে কালজয়ী ছবির মাত্রা পায় ‘ঘরে বাইরে’।

সেই ৩ দশক পরে আবার বড় পর্দায় ফিরছে রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’। তবে বাংলায় নয়, হিন্দিতে।

জানান গেছে, ‘অর্ধাঙ্গিনী- এক অর্ধসত্য’ নামে একই গল্প নিয়ে রীমা মুখোপাধ্যায় তৈরি করেছনে ছবিটি।

ছবিতে বিমলার চরিত্রে রয়েছেন বাঙ্গালী অভিনেত্রী শ্রীলেখা মিত্র আর সন্দীপের চরিত্রে রয়েছেন সুব্রত দত্ত।

বিমলা, সন্দীপ, নিখিলেশের চরিত্রে মুখ বদলে গেলেও মাস্টারমশাইয়ের চরিত্রে রয়েছেন সেই মনোজ মিত্র। মনোজ  সত্যজিত রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতেও একই চরিত্রে অভিনয় করেছেন।

ছবিটির সঙ্গে যেহেতু বাঙালীর স্মৃতি এবং আবেগ জড়িয়ে রয়েছে, তাই ‘ঘরে বাইরে’ হিন্দিতে তৈরি করাটা ছবির পরিচালকের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জে তিনি কতচটা জিতলেন তাও জানা যাবে ১ জুলাই।

https://youtu.be/EMDA6QD86o0

Print Friendly, PDF & Email