April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

লেনদেন বাড়লেও সূচকের পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। তবে উভয় বাজারে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৭২ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪২৫ কোটি টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে কোটি ১০৯ টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩১৬ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩২১ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটেরর লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তত রয়েছে ৪৫ টি প্রতিষ্ঠনের শেয়ার দর।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৮ পয়েন্ট কমে ৮ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান  করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট কমে ৯৮৪ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৯২ পয়েন্ট কমে ১২ হাজার ৩৩৬ পয়েন্টে, সিএসপিআই সূচক ১০ পয়েন্ট কমে ১৩ হাজার ৫২৪ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ৯৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৭ কোটি ২২ লাখ টাকা। মোট লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে বেড়েছে ৯৭ টির, কমেছে ১১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির শেয়ার দর।

Print Friendly, PDF & Email