April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চৈত্র সংক্রান্তির দিন ১৪২২ বঙ্গাব্দের শেষ সূর্য উঠবে

ডেস্ক প্রতিবেদন :  চৈত্র সংক্রান্তির দিন ১৪২২ বঙ্গাব্দের শেষ সূর্য উঠবে। তাই দিনটি বছর বিদায়ের দিন। আবহমানকাল ধরে বাঙালি বছর বিদায়ে নানা আচার-অনুষ্ঠান আয়োজন করে। পুরনো বছর কালের গর্ভে হারিয়ে যাওয়াকে স্মরণীয় করার এ সংস্কৃতি অনন্য বৈশিষ্ট্যমন্ডিত। এ উৎসব মানুষে মানুষে বন্ধনকে সুদৃঢ় করে। পুরনো হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে আগামীর আনন্দকে বরণ করার উৎসব চৈত্র সংক্রান্তি।

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা বাংলার এ কৃষ্টিকে শ্রদ্ধা জানিয়েই আয়োজন করেছে চৈত্র সংক্রান্তির। আগামী ১৩ এপ্রিল বিকাল ৫টায় এটি অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা ও আড্ডার পাশাপাশি একটি সংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন রাখা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীতজ্ঞ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক আজাদ রহমান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের শিক্ষক নিরঞ্জন অধিকারী ও সংগীতজ্ঞ শেখ সাদী খান।

আয়োজনের শুরুতে মোহনবীণা বাজাবেন দীপন সরকার, তারপর সেতার বাজাবেন এবাদুল হক সৈকত। এরপর আলিয়ঁসের সংগীত বিভাগের শিক্ষার্থীরা সমবেত সংগীত পরিবেশন করবেন। আবৃত্তি করবেন জিএম মোর্শেদ এবং মাহমুদা সিদ্দিকা সুমি। আয়োজনের শেষ দিকে সংগীত পরিবেশন করবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং মনজুরুল ইসলাম খান। এছাড়া মনজুরী মধুরিমা নিশুতি কত্থক নৃত্য পরিবেশন করবেন।

Print Friendly, PDF & Email