April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভানুয়াতুর অদূরে ৬.৯ মাত্রার ভূমিকম্প : সুনামির আশঙ্কা নেই

ডেস্ক প্রতিবেদন : ভানুয়াতুর উপকূলের অদূরে বৃহস্পতিবার ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি এবং কোন সুনামি সতর্কতাও জারি করা হয়নি। আবহাওয়াবিদরা একথা জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গ্রিনিচ মান সময় ০৩৩২ টায় রাজধানী পোর্ট ভিলা থেকে ৪৫৩ কিলোমিটার দূরে এবং ভানুয়া লাভা দ্বীপের সোলা থেকে প্রায় ১০৯ কিলোমিটার পশ্চিমে ৩২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
এক সপ্তাহে এই নিয়ে অঞ্চলটিতে তৃতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হানল। এর আগে রবি ও বুধবার একই ধরনের দুটি ভূমিকম্প আঘাত হানে।
জিওসাইন্স অস্ট্রেলিয়ার আবহাওয়াবিদ স্পাইরো স্পিলিওপউলস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আগের ভূমিকম্প দুটিতে কোন ক্ষতি হয়নি। তাই আমরা এটাতেও কোন ক্ষয়ক্ষতির আশাঙ্কা করছি না।’
তিনি আরো বলেন, ‘সর্বশেষ ভূমিকম্পটি আগের দুটির চেয়ে সামান্য উত্তরে আঘাত হেনেছে। মনে হচ্ছে যে ভূমিকম্পগুলো ধীরে ধীরে উত্তর দিয়ে অগ্রসর হচ্ছে।’

Print Friendly, PDF & Email