April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঢাকা প্রিমিয়ার লিগে থাকছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানী

ডেস্ক প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে থাকছেন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে সাময়িকভাবে নিষিদ্ধ তাসকিন আহমেদ ও আরাফাত সানী।

আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই ওয়ানডে টুর্নামেন্টের জন্য বুধবার বিভিন্ন ক্যাটাগরির ২১৫ খেলোয়াড়ের তালিকা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তালিকায় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানী। আর পেসার তাসকিন আহমেদ আছেন ‘এ’ ক্যাটাগরিতে।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন ও সানীর বোলিং নিষিদ্ধ করে আইসিসি।

নিয়ম অনুযায়ী, কোনো বোলারের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হবেন। তবে তার নিজ দেশের ক্রিকেট বোর্ড চাইলে তাকে নিজেদের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিতে পারবে। এরই ধারাবাহিকতায় বোলিং অ্যাকশন শুধরানোর প্রক্রিয়া হিসেবে তাসকিন ও সানীকে ঢাকা প্রিমিয়ার লিগে রেখেছে বিসিবি।

গত জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ যুবা ক্রিকেটার সঞ্জিত সাহাও থাকছেন ঢাকা প্রিমিয়ার লিগে। এই অফ স্পিনার আছেন ‘সি’ ক্যাটাগরিতে।

আগামী ১০ এপ্রিল ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে দল গঠন করবে টুর্নামেন্টের ১২টি দল।

Print Friendly, PDF & Email