May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মসুলে মার্কিন নেতৃত্বাধীন হামলায় তুরস্কের সাবেক কনস্যুলেট বিধ্বস্ত

বিদেশ ডেস্ক : ইরাকের মসুল নগরীতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তুরস্কের সাবেক কনস্যুলেট বিধ্বস্ত হয়েছে। ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে এ জোট।
পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, তুরস্ক সরকারের পূর্ণাঙ্গ সহযোগিতায় সোমবার জোট এ হামলা চালায়।
তিনি আইএসের অপর নাম আইএসআইএল ব্যবহার করে বলেন, ‘আইএসআইএল একে তাদের শীর্ষ নেতাদের সদর দপ্তর ও অস্ত্রাগার হিসেবে ব্যবহার করতো।’
তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এটি বিধ্বস্ত হয়েছে।
আইএস জঙ্গিরা ইরাকের উত্তর ও উত্তর-মধ্যাঞ্চল এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে খেলাফত ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে জঙ্গিরা ২০১৪ সালের জুনে ইরাকের গুরুত্বপূর্ণ মসুল নগরী দখল করে নেয়।
কুর্দি ভূখন্ডের রাজধানী আরবিলের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে মসুল নগরী অবস্থিত। ইরাকি বাহিনী নগরীটি পুনর্দখল করার প্রস্তুতি নিচ্ছে।

Print Friendly, PDF & Email