April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বাংলাদেশের ভারত সফরের ‘বৈঠক’ আজ

ডেস্ক প্রতিবেদন  : বহুকাঙ্ক্ষিত বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরের বৈঠক আজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। এখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি শশাঙ্ক মনোহরের সঙ্গে আজ বৈঠকে বসবেন নাজমুল হাসান। যতটুকু জানা গেছে, বিসিসিআই কার্যালয়ে দুপুরেই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির টিকেটিং ও লজিস্টিক কমিটির চেয়ারম্যান শেখ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলতে ভারতে আমন্ত্রণ জানায়নি বিসিসিআই। দ্বিতীয়বারের মতো বিসিসিআইয়ের দায়িত্ব নিয়ে প্রয়াত জগমোহান ডালমিয়া বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সিরিজ ভারতে আয়োজনের আলোচনা করেছিলেন। সেই সূত্র ধরে আগামী আগস্টে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে খেলতে আমন্ত্রণ জানানোর কথা বিসিসিআইয়ের।

পূর্বের মৌখিক আলোচনা অনুযায়ী একটি টেস্ট আয়োজনের কথা বিসিসিআইয়ের। টেস্ট ম্যাচটির জন্য ডালমিয়া ইডেন গার্ডেনকে বেছে নিয়েছিলেন। তবে যতটুকু জানা গেছে, ইডেনে টেস্ট ম্যাচ খেলতে রাজী নয় বিসিবি!

ইডেনের পরিবর্তে বেঙ্গালুরুতে টেস্ট খেলার প্রস্তাব দেবে বিসিবি। একই সঙ্গে একটি টেস্টের সঙ্গে একাধিক ওয়ানডে খেলার প্রস্তাবও বিসিসিআইকে দেবে তারা।

মৌখিক আলোচনায় থাকা বিভিন্ন ইস্যুগুলো আজই নিশ্চিত হওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email