April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিনামূল্যে দেখা যাবে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি ছবি

ডেস্ক প্রতিবেদন :  স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শনিবার, ২৬ মার্চ থেকে টানা তিনদিন টিকিট ছাড়াই বিনামূল্যে দেখা যাবে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি ছবি। এগুলো হলো হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্যামল ছায়া’ এবং হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’।
জানা গেছে, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবসের মহাত্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। আগামী ২৬, ২৭ ও ২৮ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ২টায় মোট দুটি শো দেখানো হবে শাহবাগের জাতীয় জাদুঘর ও সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরে।
তারমধ্যে ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি দেখা যাবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। আর ‘শ্যামল ছায়া’ দেখা যাবে স্বাধীনতা জাদুঘরের প্রধান মিলনায়তনে।
‘শ্যামল ছায়া’ ছবিতে অভিনয় করেছেন হুমায়ূন ফরিদী, রিয়াজ, মেহের আফরোজ শাওন, স্বাধীন খসরু, তানিয়া আহমেদ ও আহমেদ রুবেল প্রমুখ।
‘অনিল বাগচীর একদিন’ ছবিতে দেখা যাবে গাজী রাকায়েত, আরেফ সৈয়দ, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু ও মিশা সওদাগরকে।

Print Friendly, PDF & Email