April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৬০৮টি ইউনিয়ন পরিষদে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক:  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ৬০৮টি ইউনিয়ন পরিষদে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির গণসংযোগ বিভাগের কর্মকর্তা মহসীন রেজা রবিবার সকালে  জানান, শনিবার রাতে এ এলাকাগুলোয় বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, ইউপি নির্বাচনের পরের দিন সকাল পর্যন্ত বিজিবি মাঠে থাকবে। নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার এবং শনিবার রাতে ১০টি পৌরসভায় বিজিবি মোতায়েন করা হয়।এসব পৌরসভায় রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

পৌরসভাগুলো হলো- রংপুরের কাউনিয়ার হারাগাছ, ঝিনাইদহের কালীগঞ্জ, ঝালকাঠি সদর, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, বি.বাড়িয়া সদর, নোয়াখালীর কবির হাট, ফেনীর সোনাগাজী, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী।

Print Friendly, PDF & Email