May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মীর কাসেম আলীসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মানববন্ধনে তিনি বিএনপির আসন্ন জাতীয় কাউন্সিল নিয়েও কথা বলেন। বিএনপির জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের নেতা নির্বাচন প্রক্রিয়াকে অগণতান্ত্রিক প্রক্রিয়া বলে মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার জন্য জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেখানে কাউন্সিল করতে রাজি হয়নি, কারণ সেখানে তারা বিপুল লোকের সমাগম ঘটাতে পারবে না।’

তিনি আরো বলেন , ‘সারা দেশ থেকে যেসব প্রতিনিধিরা আসবেন তাদের তোপের মুখে পড়তে পারন খালেদা জিয়া। তাই তারা ইঞ্জিনিয়ারস ইনষ্টিটিউটকে কাউন্সিলরের জন্য বেছে নিয়েছেন ।’

বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সভাপতি ব্যারিস্টার জাকির আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email