May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নখে হলুদ ছোপ পড়ার সমস্যায়, জেনে নিন ৫ ঘরোয়া টোটকা

সুন্দর ফাইল করা নখ, যত্ন করে লাগানো নেল পলিশ। এমন হাত দেখতে সকলেই পছন্দ করেন। কিন্তু নখের যত্ন নিলেও প্রতিদিন খাওয়া দাওয়া, রান্নাবান্নার চোটে নখে হলুদ ছোপ পড়ার সমস্যায় ভোগেন সকলেই। জেনে নিন কী ভাবে ঘরোয়া উপায় দূর করবেন হলুদের ছোপ।

১। লেমন সোডা পেস্ট: বেকিং সোডা ও লেমন এসেনশিয়াল অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। সপ্তাহে দু’দিন এই পেস্ট নখে লাগালে হলুদের ছোপ উঠে যাবে।

২। লেমন টি ট্রি অয়েল: নখের উপর তুলো দিয়ে লেমন ট্রি টি অয়েল লাগিয়ে নিন। এই তেলের অ্যান্টি-ফাংগাল গুণ নখ ঝকঝকে করবে।

৩। এক্সট্রা ভার্জিন অয়েল: সকলেরই রান্নাঘরে এক্সট্রা ভাজিন অয়েল থাকে। তুলো দিয়ে এই তেল নখের উপর লাগালেও হলুদের ছোপ উঠে যাবে।

৪। অলিভ অয়েল: এক্সট্রা ভার্জিন অয়েলের মতোই ভাল কাজ করে অলিভ অয়েলও। সব বাড়িতেই থাকে অলিভ অয়েল। নখে হলুদের ছোপ তুলতে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল।

৫। নুন-চিনি: সব কিছুতেই কাজে আসে নুন। লেবুর রস, নুন ও চিনি মিশিয়ে নখে ঘষলেও উঠে যাবে হলুদ ছোপ।

Print Friendly, PDF & Email