May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফের বাড়লো অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩১ মার্চ পর্যন্ত অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। এর মাধ্যমে আবারও এক মাসের জন্য বাড়ানো হলো অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়। এ নিয়ে তৃতীয়বারের মতো অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় বাড়ানো হলো।
প্রথমবার অনলাইন গণমাধ্যম নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র তথ্য অধিদফতরে জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২০১৫ সালের ১৫ ডিসেম্বর। এরপর সেটি বাড়িয়ে করা হয় ২০১৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। তারপর ২৯ ফেব্রুয়ারি এবং সর্বশেষ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।
সোমবার তথ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন গণমাধ্যমের নিবন্ধন বাড়ানোর তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, ‘অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকগণের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। মার্চের ৩১ তারিখ পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে জমা দেওয়া যাবে।’

Print Friendly, PDF & Email