April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পলিথিনে পাওয়া শিশুটির ঠিকানা এখন ‘ছোটমণি নিবাস’

নিজস্ব প্রতিনিধি : ধামরাইয়ের সোয়াপুর এলাকায় প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া নবজাতকের নতুন ঠিকানা হয়েছে রাজধানীর আজিমপুরের বেসরকারি প্রতিষ্ঠান ছোটমণি নিবাস

শিশুটির কোনো স্বজন পাওয়া না গেলে বুধবার সন্ধ্যায় ধামরাই থানা পুলিশ শিশুটিকে ছোটমণি নিবাস’-এ হস্তান্তর করে।

ধামরাই উপজেলার সোয়াপুর এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে প্রথমে উদ্ধার করে স্থানীয় এক চৌকিদারের স্ত্রী। এরপর স্থানীয়রা নবজাতকের স্বজনদের কোনো সন্ধান না পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেয়।

পরে ধামরাই থানা পুলিশ সোয়াপুর এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

নবজাতকটিকে উদ্ধার করার পর স্থানীয় চৌকিদারের স্ত্রী নবজাতকটিকে নিজের কাছে রেখে লালন-পালন করার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু থানা পুলিশ তাদের ছোটমণি নিবাস-এ আবেদন করার পরামর্শ দেন। পাশাপাশি এ বিষয়ে ওই পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন ধামরাই থানা পুলিশ।

Print Friendly, PDF & Email