April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ব্রাজিলে জিকা বিরোধী অভিযানের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু

ব্রাজিলে জিকা বিরোধী বিশেষ অভিযানের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

সোমবার, এডিস মশার প্রজনন কেন্দ্র ধ্বংসের কৌশল শেখাতে জনসাধারণকে প্রশিক্ষণ প্রদানের কর্মসূচী চালু হয়। এসব কর্মসূচী বাস্তবায়নে ১২৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দেয় সরকার। জিকার প্রাদুর্ভাব ঠেকাতে, গত শুক্রবার থেকে বিশেষ অভিযানে মাঠে নামানো হয় প্রতিরক্ষা বাহিনীর দুই লক্ষাধিক সদস্যকে।

সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, জিকায় আক্রান্ত অন্ত:সত্ত্বা নারীদের গর্ভে জন্ম নিয়েছে ৪ হাজারেরও বেশি মাইক্রোসেফালি বা ছোট মাথার শিশু। এমন খবরে দেশটিতে মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা বেড়েছে।

Print Friendly, PDF & Email