April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের দাবি

নিজস্ব প্রতিবেদক : কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের দাবি জানিয়েছে রেজিষ্ট্রেশনপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতি। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষকরা বলেন,  রেজিষ্ট্রেশনপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকরা কোন বিশেষ সুযোগ সুবিধা ছাড়াই অবসরে চলে যাওয়ায় টাইম স্কেল, ইনক্রিমেন্ট, গ্র্যাচুয়েটি এল পি আর ও পেনশন সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

এ সময় তারা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো : প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা এবং পরিবারকে মাসিক পেনশন প্রদান। এল পি আর প্রদান। পোষ্য কোঠা প্রদান। প্রত্যেক পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান। বকেয়া বেতন ভাতাদি প্রদান (চাকরি জীবনে না পাওয়া)। চাকরি জীবনে না পাওয়া সুবিধা যেমন: টাইমস্কেল, ইনক্রিমেন্ট, গ্র্যাচুয়েটি প্রদান। কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদান।

সংগঠনের সভাপতি রেয়াজ উদ্দিনের সভাপতিত্বে মহাসচিব আলতাফ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা অংশ নেন।

Print Friendly, PDF & Email