May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে এক মাসের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে এক মাসের আলটিমেটাম দিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা।

বৃহস্পতিবার সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ আলটিমেটাম ঘোষণা করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাগর-রুনির হত্যার বিচারের অগ্রগতি হয়েছে। আমরা এক মাসের মধ্যে বিষয়টির পরিষ্কার অগ্রগতি জানতে চাই। না হলে এক মাস পরে গণসম্পৃক্ত আন্দোলনে নামবে ডিআরইউ। আগামী মাস থেকে সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর নেওয়া হবে। এরপর আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব। বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবে।’

বাবা সাগর সারওয়ার ও মা মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে ডিআরইউ প্রাঙ্গণে সমাবেশে যোগ দেন তাদের একমাত্র সন্তান মেঘ। দুপুর সাড়ে ১২টায় সমাবেশে মামা নওশের আলীর সঙ্গে আসে মেঘ। বেশ কিছুক্ষণ সমাবেশে অবস্থান করে দুপুর পৌনে ২টায় বাসায় ফিরে যায় সাগর-রুনির এ সন্তান।

অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে ঘুরে-ফিরে আসে ‘হত্যার বিচার দাবিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় ব্যর্থতা’র কথা। সাংবাদিকদের ঐক্যবদ্ধকে ব্যর্থতা বলে স্বীকার করেছেন সাংবাদিক নেতারাও। ৪৮ মাস পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের বিচার না হওয়ার একটি অন্যতম কারণ হিসেবেও উল্লেখ করা হয়।

সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘সে সময় যারা আন্দোলন শুরু করেছিলেন, আজ তাদের অনেকেই এখানে নেই। একটি ঐক্যবদ্ধ আন্দোলনের দানা বাধঁতে পারিনি আমরা। এবারেও সব ইউনিয়ন, সংগঠন মিলে একটি সমাবেশ করতে পারিনি। ৪৮ ঘণ্টার সময় ৪৮ মাস পেরিয়েছে। তারপরও আমরা বিচার পাইনি। কার স্বার্থে বিচার পাইনি আমরা।’

তিনি বলেন, ‘জল অনেক গড়িয়েছে, র্যা ব, পুলিশ, ডিবি অনেক হাত ঘুরেছে। ডিএনএ টেস্ট নিতে আমেরিকা পাঠানো হয়েছিল ‘স্যাম্পল’। কিন্তু কিছুই পাওয়া যায়নি। কেনো পাওয়া যায়নি। জবাব দিতে হবে।’

ক্র্যাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু বলেন, ‘সাগর-রুনি হত্যার পর কিছু মিডিয়া হত্যার ক্লু খোঁজার পরিবর্তে সাগর-রুনির ব্যক্তিগত জীবন নিয়ে বেশি অপতৎপরতা চালিয়েছে। এতে হত্যার তদন্ত ভিন্ন খাতে চলে গেছে। যা প্রকৃত ঘটনা বের করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।’

ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘সাগর-রুনির মৃত্যুর পর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি মেঘের দ্বায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে আজ পর্যন্ত একটি ফোনও মেঘকে দেওয়া হয়নি।’

ডিআরইউ’র সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ। সমাবেশে ডিআরইউ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ক্রাইম রিপোর্টার্স ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ছিলেন।

Print Friendly, PDF & Email