April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উন্নয়নের জন্য বিশেষায়িত জ্ঞানের বিকল্প নেই : প্রধানমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন : শিক্ষাকে বহুমুখীকরণ ও উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এর পাশাপাশি গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ এবং গবেষকদের বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান।

দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে বিশেষায়িত জ্ঞানের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের মাত্র একটা ছিল। আমরা একে চারটা করে দিয়েছি। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২টির মধ্যে দুটিকে আমরা কৃষি বিশেষায়িত বিজ্ঞানভিত্তিক হিসেবে ঘোষণা দিই।’

‘সেই সঙ্গে আমরা এরই মধ্যে ডিজিটাল বিশ্ববিদ্যালয়… যেহেতু ডিজিটাল বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছিলাম, তাই ডিজিটাল বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলেছি’, যোগ করেন প্রধানমন্ত্রী।

Print Friendly, PDF & Email