May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ছাত্রদলের পদবঞ্চিতদের বিএনপির কার্যালয় ভাঙচুর, আগুন

ঢাকা: সদ্য ঘোষিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদ না  পাওয়া নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে।

সোমবার বেলা সাড়ে তিনটার দিকে এই হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটে।

এসময় বিক্ষুব্দ নেতাকর্মীরা কার্যালয়ের সামনে ৪টি মোটরসাইকেলে আগুন দেয়। এ ছাড়াও তারা কার্যলয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে নয়াপল্টনে সদ্য ঘোষিত ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। উত্তেজিত ছাত্রদল নেতাকর্মীরা কার্যালয়ের সামনে রাখা মোটরসাইকেল ভাঙচুর চালান। এমনকি ৪টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেন তারা।

পরে কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের ভেতরে চলে গেলে বাইরে থাকা কর্মীরা ইট-পাটকেল ছোঁড়েন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিয়ষটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 এ ঘটন‍ায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। চলাচল করছে যানবাহনও।

তবে এ ঘটনায় ছাত্রদল জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম।

সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলের কোনো নেতাকর্মী জড়িত নেই। সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা এ কাণ্ড ঘটিয়েছে।

‘স‍ামনে বিএনপির কাউন্সিল বানচাল করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে,’ বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

প্রসঙ্গত, প্রায় ১৬ মাস পর গতকাল রবিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন সাংগঠনিক নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর আগে, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন তিনি।

Print Friendly, PDF & Email