May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ প্রত্যক্ষ করলেন চীনা রাষ্ট্রদূত

মুন্সীগঞ্জ প্রতিনিধি : চীনা রাষ্ট্রদূত মিং কিয়াং পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ প্রত্যক্ষ করেছেন।
আজ তিনি সেতু প্রকল্প এলাকা পরিদর্শন ছাড়াও মূল পদ্মা সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রীজ কোম্পানি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
আজ বৃহস্পতিবার চীনা রাষ্ট্রদূত মিং কিয়াং পদ্মা সেতুটির উভয় প্রান্তে প্রকল্পস্থল ঘুরে দেখেন । তবে মাওয়া প্রান্তেই বেশী সময় কাটান তিনি। কাজের অগ্রগতি এবং সুবিধা-অসুবিধার খুঁটিনাটি খোঁজ নেন ও কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পদ্মা ও পদ্মা তীরের কর্মযজ্ঞ ছাড়াও তিনি কন্সটাকশন ইয়ার্ড এবং দোগাছির সার্ভিস এরিয়াও পরিদর্শন করেন। মিং কিয়াং প্রায় এক বছর আগে এই প্রকল্প এলাকায় এসছিলেন। কিন্তু এবার এসে বিশাল এই সেতুকর্ম দেখে বিস্মিত।
তিনি কিছুই চিনতে পারছিলেন না। তিনি বলেন, এত পরিবর্তন হয়েছে, না আসলে বোঝা সম্ভব হতো না।
চীনা রাষ্ট্রদূত স্পিডবোটে করে সেতুর জাজিরা প্রান্ত পৌছান এবং জাজিরায় পদ্মা সেতুর কাজের অগ্রগতির খোঁজ খবর করেন।
এখানে পদ্মা সেতুর নদী শাসনের চীনা ঠিকাদার সিনো হাইড্রো কর্পোরেশনের সাথেও বেঠক করেন। মিং কিয়াং সকাল সাড়ে ৭টার দিকে মাওয়ায় পৌঁছান ও পরে ঢাকায় ফিরে যান।

Print Friendly, PDF & Email