May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এবার ক্যারিবীয় লিগে মুস্তাফিজরা

ক্রীড়া ডেস্ক : গত একটি বছর বাংলাদেশ জাতীয় দলের অসাধারণ সাফল্যের প্রভাব যেন সব ক্ষেত্রেই পেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট লিগে বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি আগ্রহ বাড়তে শুরু করেছে। পিএসএল, বিপিএলের পর এবার ক্যারিবিয়ান ক্রিকেট লিগের (সিপিএল) নিলামেও বাংলাদেশের সাত ক্রিকেটারের নাম রয়েছে।

মঙ্গলবার সিপিএল ওয়েবসাইটে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়। তার মধ্যে বাংলাদেশের সাত ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

আগামী ১১ ফ্রেব্রুয়ারি সিপিএলের নিলাম। সেদিনই মূলত নির্ধারণ হবে বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ্য।

এর আগে ২০১৩ ও ২০১৪ সালে এই লিগে খেলেছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবার অবশ্য বেশ কয়েকজন ক্রিকেটারের নাম তালিকায় এসেছে।

এদিকে আসরটির সূচি এখনো ঠিক হয়নি। তবে আগামী জুলাইতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব-তামিম ও মুশফিক খেলবেন। মঙ্গলবার রাতে তাঁদের ঢাকা ছেড়ে যাওয়ার কথা। অবশ্য চোটের কারণে মুস্তাফিজকে এই লিগে খেলার অনুমতি দেয়নি বিসিবি।

Print Friendly, PDF & Email