April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পদদলনের ঘটনার তদন্ত দাবি ইরানের

বিদেশ ডেস্ক : সৌদি আরবের মিনায় হজ পালনের সময় পদদলনে হতাহতের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন ইরানী প্রেসিডেন্ট হাসান রুহানি। জাতিসংঘে ভাষণ দানকালে শনিবার (বাংলাদেশ সময় রবিবার) তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

মিনায় গত বৃহস্পতিবার পদদলিত হয়ে ৭৬৯ জনের মৃত্যু ও ৯৩৪ জন আহতের ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন রুহানি। এ সময় তিনি এর তদন্ত দাবি করেন।

এদিকে ইরান এ মর্মান্তিক ঘটনাকে নিয়ে রাজনৈতিক খেলা খেলছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। জাতিসংঘে অবস্থানরত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের এ কথা বলেন।

এর আগে গত শনিবার ইরানী প্রসিকিউটর জেনারেল সাঈদ ইব্রাহীম রেইসি বলেন, এ অপরাধের জন্য সৌদি রাজ পরিবারকে আন্তর্জাতিক আদালতে তুলবে ইরান।

পদদলনে হাজীদের মৃত্যুর ঘটনাকে নিয়তি ও মানুষের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন সৌদির গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন-আব্দুল্লাহ আল-শেখ।

ইতোমধ্যে এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

ওদিকে ইরানের ৩০০ হাজীর একটি দলের নিয়ম লঙ্ঘনের কারণে মিনায় পদদলনের ঘটনা ঘটে বলে ইরানী কর্মকর্তার বরাতে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

ওই দুর্ঘটনায় ইরানের অন্তত ১৩৪ নাগরিক মৃত্যুবরণ করেছেন।

Print Friendly, PDF & Email