April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এটা আফগানিস্তান-পাকিস্তান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : হামলার আশঙ্কায় বাংলাদেশ সফর স্থগিত করা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটা আফগানিস্তান-পাকিস্তান নয়।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আশা করি বাংলাদেশে পাঠানো অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাদের এই অমূলক আশঙ্কার বিষয়টি ক্ষতিয়ে দেখবেন এবং তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন।’

‘বাংলাদেশে কখনো আফগানিস্তান ও পাকিস্তানের মতো জঙ্গি হামলা হয়নি। এর আগে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ অনেক দেশ আমাদের এখানে সফল করে গেছে। কোনো সমস্য হয়নি। তাই অস্ট্রেলিয়ার এই আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন’ দাবি মন্ত্রীর।

অস্ট্রেলিয়ার সফর স্থগিতের কারণগুলোর মধ্যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার বিষয়টিকেও ইঙ্গিত করা হয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটাকে আমি সঠিক সিদ্ধান্ত বলতে রাজি না। কারণ বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই।’

‘আমাদের দেশের মানুষ অত্যন্ত অতিথি পরায়ন। রয়েছে দক্ষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্বের যে কোনো অতিথিকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা আমাদের আছে’যোগ করেন মন্ত্রী।

এ সময় বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার অনুমোদন দেওয়ার বিষয়ে বলেন ‘আমাদের গোয়েন্দাদের ইতিবাচক রিপোর্টের ভিত্তিতেই এই অনুমোদন দেওয়া হয়েছে।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সারদেশে ঈদমুখো মানুষের সেবায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যক্রমে সন্তোষ্টি প্রকাশ করেন এবং ধন্যবাদ দেন।

Print Friendly, PDF & Email