May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিনায় পদদলনের ঘটনায় ১০৩ বাংলাদেশী হাজি নিখোঁজ

ডেস্ক প্রতিবেদনঃ সৌদি আরবের মিনায় হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা পালনের সময় বৃহস্পতিবার পদদলিত হওয়ার ঘটনায় ১০৩ জন হাজি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ দূতাবাসের হজ কাউন্সিলর আসাদুজ্জামান জানান, বিভিন্ন হজ এজেন্সি থেকে মোট ১০৩ জন নিখোঁজ হাজির তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা তালিকাটি সৌদি কর্তৃপক্ষের কাছে পেশ করেছি। এখন পর্যন্ত তারা আমাদের কোনো তথ্য দেয়নি। যখন আমাদের হাতে তথ্য আসবে আমরা আমরা আপনাদের জানাবো।

তিনি আরও জানান, মক্কা হজ মিশনের মেডিকেল টিম প্রধান ড. হাসান জাহাঙ্গীর এ বিষয়ে তদারকি করছেন।

এদিকে বৃহস্পতিবার মিনায় পদদলিত হয়ে ৫ বাংলাদেশী হাজির নিহতের খবর পাওয়া গেছে। বাংলাদেশী হাজিদের নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

মক্কায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশন ১ জন নিহতের খবর নিশ্চিত করলেও এজেন্সি সূত্রে বাকিদের পরিচয় জানা গেছে।

বৃহস্পতিবারের ওই ঘটনায় ৭১৭ জন নিহত ও ৮৬৩ আহত বলে জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স।

Print Friendly, PDF & Email