April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঈদের ছুটিতে এটিএম বুথে টাকার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহার ছুটিতে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথে সার্বক্ষণিক টাকার সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের এক আদেশ জারির মাধ্যমে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় নগদ টাকার চাহিদা পূরণে এটিএম বুথ ব্যবহার বেড়ে যায়। ফলে এটিএম বুথেও টাকার সংকট দেখা দেয়। এতে বিড়ম্বনায় পড়েন গ্রাহকরা। জরুরি প্রয়োজনে নগদ টাকার চাহিদা মেটাতে হিমশিম খান তারা। এমন পরিস্থিতি মোকাবেলায় এবার আগেভাগেই এটিএম বুথ সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেয়া হলো।

আদেশে আরো বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষিত রয়েছে। ওই ছুটির সময় গ্রাহকদের নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেনের স্বার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা সরবরাহের ব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Print Friendly, PDF & Email