April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পোশাক কারখানা ঝুঁকিমুক্ত করতে সময় লাগবে: অ্যালায়েন্স

ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো দীর্ঘদিন ধরেই কোনো রকম নিয়মকানুন না মেনে তৈরি হয়েছে। ফলে সব কারখানা পুরোপুরি ঝুঁকিমুক্ত করতে সময় লাগবে বলে জানিয়েছেন ক্রেতাদের সংগঠন অ্যালায়েন্স।

পোশাক খাতের উন্নয়নে গঠিত মার্কিন ক্রেতাদের সংগঠন ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি’ গঠনের দুই বছর পূর্তি হচ্ছে আজ।

রানা প্লাজা ধ্বস ও তাজরিন ফ্যাশন্সের অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে যে দুটি আন্তর্জাতিক ক্রেতাদের সংগঠন গঠিত হয়েছিল, এটি তার একটি।

কিন্তু দুই বছরে বাংলাদেশের পোশাক খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে কী অর্জন হয়েছে?

অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি-এর ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন বিবিসি বাংলাকে বলন, দুই বছরে ৬৬১টি কারখানা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৫৯১টি কারখানা যৌথভাবে সংস্কার পরিকল্পনা করা হয়েছে। এ সময় ২২টি ভবন ঝুঁকিপূর্ণ বলে সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়।

Print Friendly, PDF & Email