May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

তানজানিয়ায় নারীতে নারীতে বিয়ের রীতি

বিদেশ ডেস্ক: তানজানিয়ায় উত্তরাধিকার পেতে নারীতে নারীতে বিয়ের রীতির খবর পাওয়া গেছে। বিবিসি জানায়, তানজানিয়ার টারিম মারা অঞ্চলের নারীদের মধ্যে এ ধরণের বিয়ের রীতি প্রচলিত বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

তবে, ইদানীং নির্যাতনকারী স্বামীর হাত থেকে মুক্তির জন্য সেখানে অনেক নারীই স্বেচ্ছায় এই ধরনের বিয়ের দিকে ঝুঁকছেন বলে জানা গেছে।

বিবিসি জানায়, টারিম মারা অঞ্চলের বিধবা নারীরা উত্তরাধিকার সূত্রে কোন সম্পদ পায়না। ছেলে সন্তানহীন, বয়স্ক, বা বিধবা নারীরা স্বামীর রেখে যাওয়া সম্পদের জন্য ছেলে উত্তরাধিকার দরকার হয়। সেই উত্তরাধিকার পেতে এই নারীতে নারীতে বিয়ের রীতি।

এই বিয়েতে যৌন সম্পর্কের বিষয়টি মূখ্য বিবেচ্য নয়। সন্তানহীন বয়স্ক নারী যাকে বিয়ে করেন তিনি হন স্ত্রী। অন্য কোন পুরুষের সাথে যৌন সম্পর্ক তার জন্য উন্মুক্ত।

সেই উন্মুক্ত সম্পর্কের মাধ্যমে যে ছেলে সন্তানের জন্ম হয় তার অধিকার পান বয়স্ক ঐ নারী।আর সেই ছেলে সন্তানটি হয় সম্পদের উত্তরাধিকারী।শিশুদের জৈবিক বাবার এই শিশুদের উপর কোন অধিকার থাকেনা।

ইদানীং নির্যাতনকারী স্বামীদের হাত থেকে মুক্তির জন্য সেখানে অনেক নারীই এই ধরনের বিয়ের দিকে ঝুঁকছেন।

Print Friendly, PDF & Email