April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

শেরপুর প্রতিনিধি : শেরপুরে ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও গ্রামে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। তাঁর নাম চন্দ্রশেখর কোচ (৩৫)। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চন্দ্রশেখর কোচ ওই গ্রামের বিপিন বিহারী কোচের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড় থেকে ৩০-৪০টির একদল বন্য হাতি ঝিনাইগাতীর গান্ধিগাঁও গ্রামে নেমে আসে। হাতির দলটি উঠতি আমন ধানক্ষেতে নেমে তাণ্ডব চালালে স্থানীয় লোকজন তাড়াতে যায়। এ সময় একটি হাতি চন্দ্রশেখর কোচকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে ফেলে পদপিষ্ট করে। গুরুতর অবস্থায় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যহাতির পাল রাতে গারো পাহাড়ের গান্ধীগাঁও এলাকায় ধানক্ষেতে নেমে তাণ্ডব চালায়। এ সময় গ্রামবাসী মশাল জ্বেলে, লাঠিসোঁটা নিয়ে হাতি তাড়াতে যায়। পালের পাল্টা তাড়ায় গুরুতর আহত হন চন্দ্র কোচ। পরে উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email