April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পান্ডার কামড়ের ক্ষতিপূরণ সাড়ে ৬২ হাজার ডলার !

ডেস্ক প্রতিবেদন : বৃহৎ এক পান্ডার কামড় খেয়ে পা ভেঙ্গেছেন গুয়ান কুয়ানঝি নামের এক ব্যক্তি। তবে এর জন্য ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন সাড়ে ৬২ হাজার ডলার। বাংলাদেশী টাকায় যা দাঁড়াবে ৪৮ লাখ ৭৫ হাজার।

ঘটনাটি ঘটেছে চীনের গনসু প্রদেশের লংনান শহরের লিজিবা গ্রামে। ২০১৪ সালের ১ মার্চের ঘটনা। ওইদিন একটি বড় আকারের পান্ডা গ্রামের ভেতর চলে আসে। ৬৮ বছর বয়সী গুয়ান সেটি দেখতে যান এবং তাড়া করেন। এ সময় পান্ডাটি তার পায়ে কামড় দেয়।

ওয়েন কাউন্টির আদালত সূত্রে জানা যায়, পান্ডার কামড়ে গুয়ানের ডান পায়ের নিচের জোড়া ভেঙ্গে যায় এবং রগ ছিড়ে যায়। গুয়ানের আত্মীয়রা জানান, এ নিয়ে বন বিভাগের কাছে চিকিৎসার ব্যয় ভার দাবি করা হয়। কিন্তু বন বিভাগ তা না দেওয়ায় ফরেস্ট্রি ব্যুরো এবং গনসু বইশুইজিয়াং ন্যাশনাল ন্যাচার রিজার্ভে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মামলা করা হয়।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, সংরক্ষিত বন্যপ্রাণীর হামলার বিষয়ে ওই আদালতে এটিই প্রথম মামলার ঘটনা। যাই হোক, আদালতের মধ্যস্থতায় উভয়পক্ষের সম্মতিতে উল্লিখিত পরিমাণ ক্ষতিপূরণ নির্ধারিত হয়।

উল্লেখ্য, চীনে পান্ডা সংরক্ষণের যে তিনটি বড় বড় কেন্দ্র রয়েছে তার মধ্যে বইশুইজিয়াং ন্যাশনাল ন্যাচার রিজার্ভ অন্যতম।

সূত্র: শাংহাইডেইলি।

Print Friendly, PDF & Email