May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নারী সুরক্ষার জন্য রেলের অ্যাপ

প্রযুক্তি ডেস্ক : মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য এ বার এমনই একটি অ্যাপ আনল ভারতীয় রেল। এদিন কলকাতায় এই নতুন অ্যাপের উদ্বোধন করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

আরমিত্রা নামে নতুন এই অ্যাপটিকে ‘অত্যন্ত প্রয়োজনীয়’ আখ্যা দিয়ে মন্ত্রীর দাবি, এর ফলে যাত্রী সুরক্ষায় এক নতুন দিক খুলে যাবে।

নয়া এই রেলওয়ে মোবাইল ইনস্ট্যান্ট ট্র্যাকিং রেসপন্স অ্যান্ড অ্যাসিসট্যান্ট (আরমিত্রা) অ্যাপটিতে রাখা থাকছে একটি সুইচ। বিপদে পড়লে সেই সুইচটি টিপলেই খবর চলে যাবে কাছাকাছি কোনও আরপিএফ ইন্সপেক্টরের কাছে। আর জিপিএস এবং জিপিআরএসের সাহায্যে কন্ট্রোল রুম থেকে খুজে নেওয়া যাবে মোবাইল ব্যবহারকারীকে।

পূর্ব রেলের ক্ষেত্রে নতুন হলেও পশ্চিম রেলের এ ধরনের একটি অ্যাপ আগে থেকেই রয়েছে। এরফলে রাতে ট্রেনে ভ্রমণ করা মহিলাদের সুরক্ষা বাড়বে বলেই আশা করা হচ্ছে৷

Print Friendly, PDF & Email