April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বেসরকারি বিমান সংস্থাগুলির লেনদেনের তথ্য রাখবে ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক : দেশে যেসব বেসরকারি বিমান পরিবহন সংস্থা আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালায়, তাদের বিদেশি মুদ্রায় লেনদেনের তথ্য সংগ্রহের এবার উদ্যোগ নিল কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলির সিইও সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অন্যতম আধিকারিক আহসান উল্লাহ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিদেশি মুদ্রায় আয়-ব্যয়, দেশে আনার মত অর্থের পরিমান ও এর মধ্যে কত অংশ দেশে আনা হয়েছে- এসব তথ্য জানাতে হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করবে।”
রিজেন্ট এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারওয়েজ, নভোএয়ার, ইউএস বাংলা, বিসমিল্লাহ এয়ারলাইন্স ও বন্ধ জিএমজি এয়ারলাইন্সের কর্মকর্তা ওই বৈঠকে অংশ নেন। এসব কোম্পানির মধ্যে ইউনাইটেড ও রিজেন্ট বর্তমানে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করছে। বিসমিল্লাহ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে কেবল পণ্য পরিবহন করে। অন্য কোম্পানিগুলির আন্তর্জাতিক ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে।
বৈদেশিক মুদ্রানীতি আইনের ২০ ধারার ৩ উপধারা অনুযায়ী আন্তর্জাতিক রুটে যাত্রী ও পণ্য বহনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আন্তর্জাতিক রুটে বেসরকারি বিমান কোম্পানিগুলির ব্যবসা বাড়ছে। তাদের বিদেশি মুদ্রা আয়ের হিসাবে স্বচ্ছতা না আনলে অর্থপাচার বা অবৈধ লেনদেনের ঝুঁকি তৈরি হয়। এ কারণেই স্বচ্ছতা আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, বিমান পরিবহন সংস্থাগুলি বিদেশি নাগরিকদের কাছে দেশি মুদ্রায় টিকেট বিক্রি করতে পারবে না। এছাড়া পণ্য পরিবহনের ক্ষেত্রে এফওবি এলসি হলে বিদেশি মুদ্রায় ভাড়া নিতে হবে।

Print Friendly, PDF & Email