April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ইন্দোনেশীয় বিমানের ৫৪ আরোহীর মৃতদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক : ইন্দোনেশিয়ার পাপুয়াতে বিধ্বস্ত হওয়া বিমানের ৫৪ আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রী ও ক্রুদের প্রত্যেকেই মারা গেছেন এবং তাদের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

রোববার বিধ্বস্ত হওয়া বিমানটির যাত্রীদের উদ্ধারে সোমবার একটি দল পৌঁছে দুর্গম পাপুয়া এলাকায়।

আভ্যন্তরীণ রুটের বিমানটি পূর্ব ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের কাছাকাছি যাওয়ার পর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়ে। খারাপ আবহাওয়ার মধ্যে পড়েই এমনটি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

উদ্ধারকারী দলটির মুখপাত্র জানান, বিমানটির সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে এবং একপাশ আগুনে পুড়ে গেছে। ইতোমধ্যে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। অচিরেই তথ্য পাওয়া যাবে।

ওকসিবিল যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয় ইন্দোনেশিয়ার দুর্গম পাপুয়া অঞ্চলে।

বিমানটিতে ৪৪ জন পূর্ণবয়স্ক যাত্রী। পাঁচ শিশু ও পাঁচ ক্রু ছিল। দুর্ঘটনায় সবাই নিহত হয়।

ট্রিগানা বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে সাড়ে ছয়শ’ কোটি ইন্দোনেশিয়ান রুপি ছিল। এটি ওকসিবিলের দরিদ্র্য লোকেদের উন্নয়নের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সেই টাকার প্যাকেট পাওয়া গেছে কিনা সেটি জানা যায়নি।

Print Friendly, PDF & Email