April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নির্বাচন কমিশনকে হাইকোর্টের রুল

আদালত প্রতিবেদক : ১৮ বছরের কম বয়সীদের বিষয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এই রুল দেন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে আগামী দশ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদিন মালিক। তার সঙ্গে ছিলেন এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সঙ্গে ১৮ বছরের কম বয়সীদের তথ্য সংগ্রহের বিষয়ে গত ২৪ জুলাই নির্বাচন কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের আইনজীবী জেড আই খান পান্না সোমবার এই রিট আবেদন করেন।

চলমান হালনাগাদে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হবে তাদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। তবে কমিশন কার্যালয় জানিয়েছে, তথ্য সংগ্রহ করা হলেও ১৮ বছরের কম বয়সীরা এখনই ভোটার হচ্ছেন না।

Print Friendly, PDF & Email