May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মন্ত্রীকে দায়ী করে স্ট্যাটাস: সাংবাদিক প্রবীরের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি : ঢাকায় গোয়েন্দা পুলিশ আটকের কয়েক ঘণ্টা পর ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গতকাল রোববার রাতে প্রবীর শিকদার নামে এক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ এবং তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আটক করা হয়। পরে তাকে ফরিদপুরে দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বাদী ফরিদপুরের এপিপি স্বপন পাল সাংবাদিকদের বলেন, জীবনহানির আশঙ্কা প্রকাশ করে তার জন্য মন্ত্রীকে দায়ী করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন প্রবীর সিকদার। এতে তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হয়েছে।

Probir_FB  Status

গত ১০ আগস্ট সাংবাদিক প্রবীর সিকদার একটি স্ট্যাটাসে নিজের জীবন শঙ্কার কথা উল্লেখ করেন এবং যদি জীবনহানি ঘটে তাহলে তিনজন দায়ী থাকবেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন।

এই তিনজনের মধ্যে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামও রয়েছে।

বর্তমানে ‘উত্তরাধিকার ৭১ নিউজ’ এবং ‘দৈনিক বাংলা ৭১’ নামে দুটি পত্রিকার সম্পাদক।

Print Friendly, PDF & Email