April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভেজাল প্যারাসিটামল: ৬ জনের জেল-জরিমানা

আদালত প্রতিবেদক : ভেজাল প্যারাসিটামল সিরাপ তৈরির মামলায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসার্স বিসিআই বাংলাদেশ লিমিটেডের ছয় কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ সোমবার ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান  এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাহজাহান সরকার, এমতাজুল হক, আয়েশা খাতুন, এ এস এম বদরুদ্দোজা চৌধুরী, শামসুল হক ও নুরুন নাহার।

আসামিদের মধ্যে শাহজাহান সরকার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, প্যারাসিটামল সিরাপে বিষাক্ত উপাদান থাকায় ১৯৮৯ থেকে ১৯৯২ সালের মধ্যে বহু শিশু কিডনি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়।

বিষয়টি উদঘাটিত হওয়ার পর বিসিআইয়ের উৎপাদিত প্যারসিটনসহ পাঁচ কোম্পানির তৈরি প্যারাসিটামল সিরাপে ক্ষতিকর ডাই-ইথিলিন গ্লাইকলের উপস্থিতি ধরা পড়ে।

এরপর ওষুধ প্রশাসন অধিদপ্তরের তখনকার পরিদর্শক আবুল খায়ের চৌধুরী ১৯৯২ সালের ১৮ নভেম্বর দুটি ধারায় বিসিআই বাংলাদেশের ছয়জনকে আসামি করে এ মামলা করেন।

১৯৯৪ সালের ২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলেও অভিযুক্ত চার কোম্পানির আবেদনে উচ্চ আদালত মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়।

সেই স্থগিতাদেশ ২০১১ সালে ওঠার পর গত ৭ আগস্ট মামলার শুনানি আবার শুরু হয়।

Print Friendly, PDF & Email