May 17, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘বুড়ো’ বয়সে শ্রীলংকার সেরা বোলিং ফিগার রঙ্গনা হেরাথের

ক্রীড়া ডেস্ক : গল টেস্টের দ্বিতীয় ইনিংস ৪৮ রানে ৭ উইকেট শিকার করেছেন শ্রীলংকার বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ৩৭ বছর ১৪৬তম দিনে এমন অর্জন নিজের করেন হেরাথ। ফলে বেশি বয়সে সেরা বোলিং ফিগারে শ্রীলংকার সেরা বোলারের খেতাবটাও পেয়ে গেলেন হেরাথ। অবশ্য শ্রীলংকার মধ্যে ‘বুড়ো’ বয়সে সেরা বোলিং ফিগারের প্রথম তিনটি স্থানেই রয়েছেন হেরাথ। পরের তিনটি স্থানে রয়েছেন কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলিধরন।
বেশি বয়সে শ্রীলংকার পক্ষে সেরা বোলিং ফিগার (প্রথম পাঁচটি) :
খেলোয়াড় ওভার মেডেন রান উইকেট বিপক্ষ ভেন্যু/বছর বয়স।
রঙ্গনা হেরাথ ২১.০ ৬ ৪৮ ৭ ভারত গল, ২০১৫ ৩৭ বছর ১৪৬ দিন।
রঙ্গনা হেরাথ ৩৩.১ ৩ ১২৭ ৯ পাকিস্তান কলম্বো, ২০১৪ ৩৬ বছর ১৪৮ দিন।
রঙ্গনা হেরাথ ৩৬.০ ৯ ৮৯ ৭ বাংলাদেশ কলম্বো, ২০১৩ ৩৪ বছর ৩৬২ দিন।
মুত্তিয়া মুরলিধরন ৪৬.৫ ১২ ৯৭ ৭ দক্ষিণ আফ্রিকা কলম্বো, ২০০৬ ৩৪ বছর ১০৯ দিন।
মুত্তিয়া মুরলিধরন ৩০.০ ১০ ৭০ ৮ ইংল্যান্ড নটিংহ্যাম, ২০০৬ ৩৪ বছর ৪৬ দিন ।

Print Friendly, PDF & Email