April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ইসরায়েলের ৫৪টি সরকারি ওয়েবসাইট হ্যাকড

বিদেশ ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইট সহ একাধিক সরকারি ওয়েবসাইটে হানা দিল হ্যাকারগোষ্ঠী অ্যানোনিমাস।

জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের সন্ত্রাসে হত শিশু এবং তার বাবার খুনে জড়িত সন্দেহভাজনদের মুক্তি দেওয়ার   প্রতিবাদে ওয়েবসাইটে হানা দেয় হ্যাকাররা৷

ইসরায়েলের অন্তত ৫৪টি ওয়েবসাইটে হানা দেয় হ্যারাররা৷ এর মধ্যে ইজরায়েলের সামরিক, বিদেশ এবং অর্থ মন্ত্রকের ওয়েবসাইট রয়েছে বলে জানা গিয়েছে৷ সাইবার হামলার ১‌২ ঘণ্টা পরেও কোনও কোনও সাইটে কারিগরি সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে৷

সাইবার হামলার পর এক বিবৃতিতে অ্যানোনিমাস জানিয়েছে, সন্ত্রাসে জড়িতদের মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত “অপরাধী রাষ্ট্র” নিয়েছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।

Print Friendly, PDF & Email