May 17, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আজ মাঠে নামবে বাংলাদেশ-ভারত

ক্রীড়া প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে আজ বিকাল পাঁচটায় মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই খেলায় জিতলে বাংলাদেশ হবে গ্রুপ চ্যাম্পিয়ন আর ড্র হলে শ্রেয়তর গোল গড়ে ভারত হবে গ্রুপ সেরা।

বাংলাদেশ কোচ সৈয়দ গোলাম জিলানী তান আক্রমণভাগ থেকে বাড়তি কিছু আশা করছেন। ‘প্রথম ম্যাচে আমাদের ফিনিশিং ভালো হয়নি। নয়তো আরও গোল পেতে পারতাম। ভারতের বিপক্ষে এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। ফিনিশিংটা আমাদের ভালো হয়নি। তবে ভুলগুলো শুধরে ভারতের বিপক্ষে আরও ভালো করাই আমাদের লক্ষ্য।’

‘সব দলের প্রতি সম্মান রয়েছে আমাদের। সবার প্রতি সম্মান রেখেই বলছি,  আমি মনে করি আমরাই ফেভারিট। সামনে যে দলই পড়ুক না কেন আমরা লড়াই করব। ছাড় দেব না একবিন্দুও।’

‘সিলেটের দর্শকরা পুরোটা সময় আমাদের যে রকম সমর্থন দিয়ে গেছেন, তা অতুলনীয়। তাদের সমর্থনের কারণেই আমরা শ্রীলঙ্কার বিপক্ষে এত ভালো খেলতে পেরেছি। ভারতের বিপক্ষেও এ সমর্থন আমাদের কাজে লাগবে।’

ভারতীয় কোচ বিধান সিংয়ের গলায় ছিল সমীহের সুর। ’শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচ দেখেছি। যথেষ্ট শক্তিশালী দল মনে হয়েছে বাংলাদেশকে। কিন্তু আমরা ভালো খেলার জন্য প্রস্তুত। দলের সদস্যরা আত্মবিশ্বাসী।

বাংলাদেশ অধিনায়ক শাওন হোসেন আত্মবিশ্বাসী। ‘টুর্নামেন্টে কোনও দলকেই আমরা সহজভাবে নিচ্ছি না। ভারত বর্তমান চ্যাম্পিয়ন ও শক্তিশালী দল। তবে আমরা অনেক আত্মবিশ্বাসী। যে কাউকেই হারানোর ক্ষমতা রাখি আমরা।’

ভারতীয় অধিনায়ক  প্রভুষ্কান সিং গিলি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ’আমাদের আত্মবিশ্বাস প্রবল। লড়াইয়ের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। স্বাগতিক দল, দর্শক, সমর্থক বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা। তারপরও আমরা জেতার জন্য মাঠে নামব।’

Print Friendly, PDF & Email